সেনা প্রশিক্ষণে ধোনি


প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৭ আগস্ট ২০১৫

সেনাবাহিনীর এলিট প্যারা ব্রিগেডের ট্রেনিং করছেন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সেনাবাহিনীর সাম্মানিক লেফটেনেন্ট কর্নেল মাহি আগ্রায় দু`সপ্তাহের এই প্রাথমিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন।

জানা গেছে, ক্যাপ্টেন কুল নিজেই সেনা কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে ওই প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কোর্স সমাপ্ত হওয়ার পর ধোনি পাঁচবার প্যারাস্যুট থেকে ঝাঁপ দেবেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র সীতাংশু কর। গত ৫ অগস্ট আগ্রায় প্যারা ট্রেনিং স্কুলে প্যারা জাম্পের ওই প্রাথমিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১-য় তাকে সেনার প্যারাস্যুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনেন্ট কর্নেলের পদমর্যাদা দেওয়া হয়। সেই সময় সেনার জলপাই রঙের উর্দিতে দেখা গিয়েছিল বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদান ও সেনাবাহিনীর নানা কর্মসূচীতে পাশে থাকার জন্য ধোনিকে ওই মর্যাদা দেওয়া হয়েছিল।

লেফটেনেন্ট কর্নেল মর্যাদা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ধোনি বলেছিলেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীর অংশ হয়ে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। সেনার উর্দি পরার সেই স্বপ্ন সফল হল।

সেই সময় থেকেই ধোনি বলতেন, খেলা থেকে অবসরের পর তিনি অবশ্যই সক্রিয়ভাবে সেনাবাহিনীর প্রতি কর্তব্য পালন করবেন। এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই সেনার প্রশিক্ষণে যোগ দিলেন তিনি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।