কুমিল্লায় অপহৃত শিশু গোয়াইনঘাটে উদ্ধার


প্রকাশিত: ১১:২০ এএম, ০৭ আগস্ট ২০১৫

কুমিল্লায় অপহৃত শিশু মো. রনি মিয়াকে (৭) সিলেটের গোয়াইনঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ১২৭৪ মেইন সীমান্ত পিলারের কাছে গুচ্ছগ্রামের মৃত কানু মন্ডলের ছেলে মো. হানিফ মন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রনি মিয়ার বাড়ি কুমিলয়।­ তবে সে তার পিতা-মাতা ও গ্রামের নাম বলতে পারছে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুসন্ধানে বিজিবি জানতে পেরেছে জুলাই মাসের শেষের দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে রনি মিয়াকে কুমিল্লা থেকে অপহরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিম পাড়ার মো. মোতালেব মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ও একই গ্রামের আবদুল জলিলের ছেলে সালাউদ্দিন ও ফরিদ উদ্দিনের ছেলে শাহীন শিশুটিকে অপহরণ করে গোয়াইনঘাটে নিয়ে আসে বলে বিজিবি`র ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।