মোরেলগঞ্জে ৯ পরীক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ আগস্ট ২০১৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে শুরু হওয়া বিএ পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় বাগেরহাটের মোরেলগঞ্জের এসএম কলেজ কেন্দ্রর ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম এ বহিষ্কার আদেশ দেন।   

বহিষ্কৃতরা হলেন, মানিক হাওলাদার, নাসির উদ্দিন, মো. আলতাফ হোসেন, সুবল দাশ, মো. শহিদুল ইসলাম ডাকুয়া, নিরঞ্জন কুমার, পারভেজ রহমান পিয়াস, রিপন কুমার হালদার ও মো. রাজু হাওলাদার।

ইউএনও আব্দুল হালিম বলেন, উন্মুক্ত পরিবেশে এসএম কলেজ কেন্দ্রে নকলের উৎসব চলছে এমন খবর পেয়ে ওই কেন্দ্রে যায়। পরে আমার উপস্থিতির খবর পেয়েও পরীক্ষার্থীরা উন্মুক্তভাবেই বই দেখে উত্তরপত্রে লিখতে থাকেন। এ সময় বিভিন্ন কক্ষ থেকে ৯ জনকে বহিষ্কার করা হয়।  

প্রসঙ্গত, শুক্রবার বাউবি`র অধীনে প্রথম সেমিস্টারের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।