দেশবাসীর কাছে আবারো দোয়া চাইলেন ফখরুল


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৭ আগস্ট ২০১৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে আবারো দোয়া চেয়েছেন। দ্রুত সুস্থ্য হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি। এর আগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের সময়ও দোয়া চান তিনি।

ফখরুলের বরাত দিয়ে ঘনিষ্টজনেরা জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সবসময় দেশের জন্য মন টানে। এ যেন নাড়ির টান। দেশবাসীসহ দলের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকের কাছে দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দ্রুত দেশ ফিরে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল গণমাধ্যমকে জানান, আমার ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারির যে জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে, এটা খুবই জটিল। আমি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছি। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন।

ইন্টারনাল ক্যারোটি আর্টারিতে ব্লকে আক্রান্ত মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত ২৭ জুলাই সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

দেশে ক্যারোটিভ আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয়।

এর আগে জানুয়ারি থেকে শুরু হওয়া সরকার বিরোধী তিন মাসের আন্দোলনের প্রথমেই গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করে। পরে তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

# যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল

এমএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।