পাকিস্তানে ৫৬ ঘণ্টা পর নির্বাচনী ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৮

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ৫৬ ঘণ্টা পর দেশটির নির্বাচন কমিশন প্রাথমিকভাবে চূড়ান্ত ফল প্রকাশ করেছে। নির্বাচনের কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দেশটির একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

নির্বাচন কমিশন বলছে, দেশটির এবারের এগারোতম সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ২৭০ আসনের মধ্যে ইমরানের পিটিআই জয় পেয়েছে ১১৫ আসনে।

দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৪ আসনে জয় পেয়ে দ্বিতীয় হয়েছে। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি ৪৩ আসনে জয় পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জোট মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ১২টি আসনে জয় পেয়েছে। মুত্তাহিদা কাওমী মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬ আসনে জয়ী হয়েছে।

এছাড়া পিএমএল-কিউ ও নবগঠিত রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) চার আসনে এবং সিন্ধ প্রদেশেভিত্তিক গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) মাত্র দুটি আসনে জয় পেয়েছে।

বেলুচিস্তান ন্যাশনাল পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে তিনটি ও আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) মাত্র একটি আসনে জয়ী হয়েছে। আওয়ামী মুসলিম লীগ (এএমএল), পাকিস্তান তেহরিক-ই-ইনসানিয়াত ও জামহুরি ওয়াত্তান পার্টি (জেডব্লিউপি) জাতীয় পরিষদের একটি করে আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে, দেশটির ১২ স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে তাদের সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। সরকার গঠন করতে কোনো দলই প্রয়োজনীয় ১৩৭ আসনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গড়ার হিসেব-নিকেশ শুরু করেছে ১১৫ আসনে জয়ী ইমরান খানের পিটিঅাই। এসব ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ইতোমধ্যে আলোচনাও শুরু করে দিয়েছে দলটি।

সূত্র : ডন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।