যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার পথে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৮ জুলাই ২০১৮

তালেবানের এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারা শান্তি আলোচনার বিষয়ে এক মার্কিন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলেছেন। শান্তি আলোচনার বিষয়ে ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক এলিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেছে তালেবান। দীর্ঘদিন ধরেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে কথা হচ্ছে। শনিবার এপিকে দেয়া এক বিবৃতিতে তালেবানের শীর্ষ নেতা বলেন, শান্তি আলোচনা শুরু করতেই প্রাথমিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তবে ওই বৈঠক সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। তারা এ বিষয়টি অস্বীকারও করেনি। দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ জানিয়ে আসছে তালেবান।

গণমাধ্যমের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই নেতা বলেন, এটা ছিল প্রাথমিক এবং প্রথম একটি আলোচনা। দু'পক্ষই ভবিষ্যত বৈঠক সম্পর্কে আলোচনা করেছে।

তবে পরবর্তী বৈঠকটি কবে, কোথায় বা কার সঙ্গে হবে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে পরবর্তীতে আরও বৈঠক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।