টিপু সুলতানের আমলের হাজারের বেশি ক্ষেপণাস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৮

ভারতের কর্ণাটকের শিমোগা জেলার পরিত্যক্ত একটি কূপে হাজারের বেশি ক্ষেপণাস্ত্রের সন্ধান পেয়েছেন খননকারীরা। যুদ্ধের সময় ব্যবহারের জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান মজুদ করে রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়ের পর ১৭৯৯ সালে এক যুদ্ধে নিহত হন টিপু সুলতান।

নেপোলিয়নের সময়ে বিভিন্ন যুদ্ধে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, বলা হয়ে থাকে টিপু সুলতানও ওই একই ধরনের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছিলেন।

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি পরিচালক এএফপিকে জানিয়েছেন, যেখান থেকে এ ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেখানকার মাটি দিয়ে বারুদের গন্ধ বের হচ্ছিল। মূলত ওই গন্ধের সূত্র ধরেই এসব ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া যায়।

১৫ সদস্যের একটি দল তিন দিন খনন কাজ চালানোর পর ক্ষেপণাস্ত্রগুলোর খোঁজ পাওয়া যায়। এগুলো প্রদর্শনের জন্য শিমোগার একটি জাদুঘরে রাখো হবে।

সূত্র : এএফপি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।