চলতি বছর ভূমধ্যসাগরে ১৫শ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৮ জুলাই ২০১৮

চলতি বছর ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৫শ অভিবাসী প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে লিবিয়া এবং ইতালির উপকূলগুলো সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, এ বছর স্পেনে ২১ হাজার শরণার্থী নিবন্ধন করেছে। গত বছরের পুরো সময়ের চেয়ে এ বছরের শুরুর কয়েক মাসেই অনেক বেশি শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়ার চেষ্টা করেছে।

এ বছর ইউরোপের উপকূলে প্রায় ৫৫ হাজার শরণার্থী পৌঁছেছে। গত বছরের চেয়ে এই সংখ্যা দ্বিগুন। শরণার্থী শ্রোত ঠেকাতে ইতোমধ্যেই উপকূলীয় বন্দরে কঠোর ব্যবস্থা জারি করেছে ইতালি।

চলতি বছর ১৮ হাজার ১৩০ জন শরণার্থী লিরিয়া হয়ে ইউরোপে পৌঁছেছে। গ্রিস, মালটা এবং সাইপ্রাসেও শরণার্থীর ঢল নেমেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।