১১৭ বছর বয়সে মারা গেলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৮ জুলাই ২০১৮

জাপানের চিও মিয়াকো। যুক্তরাজ্যের মিরর পত্রিকা তাকে আখ্যায়িত করেছে পৃথিবীর সবচেয়ে বযস্ক মানুষ হিসেবে। সেই চিও মিয়াকো আর বেঁচে নেই।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, গেল রোববার মারা যান তিনি। মাত্র কয়েক দিন আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

১৯০১ সালের ২ মে জন্ম মিয়াকোর। ক্যালিগ্রাফিতে ব্যাপক আগ্রহ ছিল তার।

মিয়াকো ভ্রমণ করতে খুবই পছন্দ করতেন। তার স্বামী সোজি রেলবিভাগে চাকরি করতেন।

মিয়াকো মনে করতের খাদ্যাভ্যাসই তাকে বহুদিন বেঁচে থাকতে সাহায্য করেছে। এ ছাড়া কখনও ধূমপান না করাটাকেও একটা কারণ বলে মনে করতেন তিনি।

মিয়াকোর আগে জাপানেরই আরও একজন পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষের স্বীকৃতি পেয়েছিলেন। তিনি হলেন কেন তানাকা (১১৫)। ১১২ বছর বয়স নিয়ে জাপানের আরও একজন পেয়েছিলেন একই স্বীকৃতি।

সূত্র : মিরর।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।