উড়িষ্যায় বন্যায় মৃত ২০, ক্ষতিগ্রস্ত ৩ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৭ জুলাই ২০১৮

একটানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ভারতের উড়িষ্যা রাজ্যে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। বৃহস্পতিবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক তথ্যের ভিত্তিতে উড়িষ্যা সরকার জানিয়েছে, বন্যায় ৮ হাজার ২৮৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু বাড়ি আংশিক ভাঙলেও, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাড়িঘর।

এ অবস্থায় দু-সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে প্রত্যেক জেলাপ্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্র : এই সময়

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।