নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজে ফ্রান্স


প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৭ আগস্ট ২০১৫

মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষ খুঁজতে নতুন করে ফ্রান্স তল্লাশি অভিযান শুরু করতে যাচ্ছে। আর এ লক্ষ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে বিমান, হেলিকপ্টার এবং নৌযান পাঠাচ্ছে ফ্রান্স। খবর বিবিসির।

এদিকে প্রতিবেশী মরিশাস ও মাদাগাস্কার দ্বীপের কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যেন তারা তাদের উপকূলীয় এলাকায় জোর তল্লাশি চালায়। তবে ফ্রান্স ও মালয়েশিয়ার সরকারের কাছ থেকে দু ধরনের মন্তব্য পাওয়া ক্ষুব্ধ হয়ে পড়েছেন নিখোঁজদের স্বজনেরা।

মালয়েশিয়া সরকার বুধবার নিশ্চিত করে যে, সপ্তাহখানেক আগে ওই দ্বীপ এলাকায় পাওয়া উড়োজাহাজের ডানার অংশটি নিখোঁজ এমএইচ ৩৭০ ফ্লাইটেরই অংশ।

তবে, ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, টুকরোটি যে কোন একটি বোয়িং ৭৭৭ এর অংশ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টুকরোটি এমএইচ ৩৭০ এর কিনা, সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং-এ যাবার পথে গত বছরের মার্চে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।

এর পর থেকেই সন্দেহ করা হতো, বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পরিণতি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।