বাণী-বচন : ০৭ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:০৭ এএম, ০৭ আগস্ট ২০১৫

ঘুম

যে পরিপূর্ণভাবে ঘুমাতে পারে তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে। - জোসেফ এডওয়ার্ড

ঘুম হচ্ছে মৃত্যুর সহোদর ভাই। - ফ্রামিস কারলিন

ভাল লোকেরা যাতে বিরক্ত না হন সেজন্য ঈশ্বর দুষ্টদের চোখে ঘুম দিয়েছেন। - শংকর

যে ঘুমায় বেশি ভাগ্য তাকে দূর থেকে বিদ্রূপ করে। - জনভান্স

পরিশ্রমী লোকের ঘুম শান্তিপূর্ণ হয়। - জর্জ হাবার্ট

সুন্দর ঘুম সব রকমের যন্ত্রণার মহৌষধ। - শেলি

বচন

দুর্জনকে পরিহার
দূর থেকে নমস্কার।
অর্থ : খারাপ লোক দেখামাত্র সাবধানতা অবলম্বন করা উচিত- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।