ভারত মহাসাগরেই আছে এমএইচ৩৭০ : অস্ট্রেলিয়া
মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ উদ্ধারে তল্লাশি অভিযান সঠিক এলাকাতেই চলছে এবং বিমানটি খুঁজে পাওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ যথেষ্ট আস্থাশীল বলে দবি করেছে।
ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ ওই বিমানেরই বলে মালয়েশিয়া নিশ্চিত করার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
টনি অ্যাবোট জানান, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে আমরা ধারণা করেছিলাম রিইউনিয়ন দ্বীপে ধ্বংসাবশেষ পাওয়ার পর সে অনুমানই এখন অনেকটা নিশ্চিত। আর প্রথমবারের মতো আমরা বিমান নিখোঁজ রহস্যের জট খোলার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছি।
এছাড়া প্রত্যন্ত ভারত মহাসাগরে তল্লাশির নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর চিফ কমিশনার মার্টিন ডোলান বলেন, আমরা নিশ্চিত সঠিক এলাকাতেই তল্লাশি চালানো হচ্ছে। এখানেই বিমানটি পাওয়া যাবে।
তবে তিনি বলেন, গত ১৭ মাস আগে মালয়েশিয়ান বিমানটির ভাগ্যে ঠিক কী ঘটেছিল তা এখনই বলা মুশকিল।
বিএ