কলকাতায় এবার বসছে নৈশ বাজার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৬ জুলাই ২০১৮

কলকাতা শহরে প্রথমবারের মতো চালু হয়েছে ভাসমান বাজার। এবার শহরবাসীর জন্য চালু হচ্ছে নৈশ বাজার। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

পৌরসভার সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক সংবাদে বলা হয়েছে, অনেকেই কাজের জন্য দিনের বেলায় বাজারে যেতে পারেন না। তাদের তরফ থেকে অরেক দিন ধরেই নৈশ বাজার খোলার আবেদন আসছিল। তার ভিত্তিতেই কালিকাপুর এলাকায় এ বাজার চালু করা হচ্ছে।

নতুন এ বাজার বসবে রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী মাস (আগস্ট) থেকেই চালু হতে পারে এ নৈশ বাজার।

বিধানসভায় এক বিধায়ক জানান, বাজার প্রস্তুতির প্রাথমিক কাজ এগিয়েছে। অনুমতির জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। অনুমিত পেলেই জনগণের জন্য এ বাজার খুলে দেয়া হবে।

উল্লেখ্য, থাইল্যান্ডের ভাসমান বাজারের অনুকরণে কলকাতাতে এ বছরই চালু করেছে প্রথম ভাসমান বাজার। দক্ষিণ কলকাতার পাটুলিতে গড়ে তোলা হয়েছে এ বাজার।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।