হঠাৎ নিখোঁজ স্বঘোষিত গডওম্যান!


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ আগস্ট ২০১৫

ভারতে নিজেকে দেবী তথা গডওম্যান হিসেবে দাবি করে তোলপাড় সৃষ্টিকারী নারী রাধে মা হঠাৎ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, তার নামে এফআইআর দায়ের হওয়ার পরই হঠাৎ নিখোঁজ হন রাধে মা। শোনা যাচ্ছে তিনি নাকি বিদেশে পালানোর চেষ্টা করছেন। রাধে মায়ের খোঁজ চালাচ্ছে মুম্বাই পুলিশ।

স্বঘোষিত গডওম্যান রাধে মা’র বিরুদ্ধে অশ্লীলতা ও অসভ্য আচরণের অভিযোগ দায়ের করেন মুম্বাইয়ের আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভাট। অন্যদিকে, তাকে নাসিক কুম্ভ মেলার শাহি স্নানে যোগ দিতেও বাধা দিয়েছেন দ্বারকাপিঠ শঙ্করাচার্য স্বামী স্বরূপনন্দ সরস্বতী।

রাধে মার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে এক নারীকে অত্যাচারে প্ররোচণা দেওয়ার। রাধে মা তার এক ভক্তকে পরামর্শ দেন- যে পণ দেয়নি তার অধিকার আছে মার খাওয়ার। সেই পরামর্শ মেনে এক শাশুড়ি তার পুত্রবধূকে পিটিয়েছেন।

এদিকে ‘রাধে মা’-এর মহিমা ছড়িয়ে দিতে মাঝামাঝেই বিভিন্ন সভার আয়োজন করেন ভক্তরা। সেখানে মা নিজের মহিমা দেখান। রাধে মা নাচেন বলিউডের আইটেম সং বা পার্টি নাম্বারে।



এই স্বঘোষিত গডউওম্যান অফ টাইমে জিনস পরে শপিং মলে যান। শর্ট স্কার্ট পরে সোফায় শুয়ে খোলামেলা ছবি তোলেন। ‘মুন্নি বদনাম’ কিংবা ‘শিলা কি জওয়ানি’-র তালে কোমর দোলান। মাঝে মাঝে পুরুষ ভক্তদের একেবারে কোলে উঠে আদরও করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে রাধে মা বলেন, এটাই তার ভগবানকে কাছে ডাকার উপায়।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।