বিজেপিকে হারাতে গদি বিসর্জন দিতেও রাজি রাহুল

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৮

বিজেপি ও আরএসএসকে যিনি হারাতে পারবেন, তাকেই সমর্থন জানাবেন রাহুল। মঙ্গলবার দিল্লীতে নারী সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

নারী সাংবাদিকদের সঙ্গে ওই আলোচনায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন করবেন কি না। সেই জবাবে তিনি বলেন, ‘যিনিই বিজেপি বা আরএসএসকে হারাবেন, তাকেই সমর্থন করবেন।’

সূত্র জানিয়েছে, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে কংগ্রেস। আসন্ন ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী। কিন্তু যদি এমন পরিস্থিতি আসে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং বিরোধী দলগুলোর কোনো নেতাকে বেছে নিতে হয়, সেক্ষেত্রে দলিত নেত্রী মায়াবতী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন দিতে রাজি আছে কংগ্রেস।

সূত্র আরও জানায়, বিজেপি ও আএসএসকে রুখতে যে কোনো স্বার্থত্যাগ করতে রাজি রাহুল গান্ধী। রাহুলের মনোভাব থেকে পরিষ্কার, বাস্তব পরিস্থিতি বিচার বিবেচনা করেই তিনি এগোচ্ছেন এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তিনি কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে চান না। বস্তুত সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সম্পর্ক যথেষ্ট ভালো হলেও রাহুলের সঙ্গে ততটা মসৃণ নয়।

অনুষ্ঠানে ২০১৯ সালে কংগ্রেসের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন রাহুল। সেখানে তিনি বলেন, ‘আমাদের প্রধান কর্মসূচি হবে উত্তর প্রদেশ ও বিহারে জয়লাভ করা। কারণ, এই দুটি রাজ্যে মোট লোকসভা আসনের ২২ শতাংশ আছে। এই দুই রাজ্যে বিজেপিকে হারাতে জোট করতে প্রস্তুত কংগ্রেস।’

মমতা নতুন বছরের শুরুতেই মহামিছিল করতে চেয়েছেন সমস্ত বিজেপি বিরোধী দলগুলির নেতাদের নিয়ে। মায়াবতীও আগে কর্ণাটকের ভোটের সময় প্রচারে এসে সেই বার্তা দিয়েছেন। কারণ, ২০১৯ সালে তিনিই নিউক্লিয়াস হয়ে উঠবেন বলে মন্তব্য করেছিলেন তাদের জোট সঙ্গী জনতা দল সেক্যুলার নেতা দানিশ আলি।

কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি নয়, তবে মধ্য প্রদেশে ও ছত্তিশগড়ে মায়াবতীর দলের সঙ্গে জোটের আলোচনা শুরু করেছে।

রাহুল গান্ধী মনে করেন, তেলুগু দেশম পার্টি ও শিবসেনার সঙ্গ ছাড়াই কংগ্রেস বাড়তি সুবিধা পাবে।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।