লাওসে বাঁধ ভেঙে ২০ জনের মৃত্যু, নিখোঁজ ১০০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ২৫ জুলাই ২০১৮

লাওসে বাঁধ ভেঙে ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০০ জন। সোমবার রাতে বাঁধ ভেঙে যাওয়ায় লাওসের বহু গ্রাম বন্যা কবলিত হয়েছে। এতে শতাধিক মানুষের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

বন্যায় হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর হারিয়েছে। আতাপেও প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ হেলিকপ্টার এবং নৌকা দিয়ে নিখোঁজ বাসিন্দারের উদ্ধারের চেষ্টা করছে।

আতাপেও প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবেশ অধিকার সংগঠনগুলো বছরের পর বছরধরে লাওসের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে মেকং নদীতে বাঁধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।