খালেদাকে ‘ভুয়া’ জন্মদিন পালন না করার আহ্বান


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৬ আগস্ট ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষির্কীতে বেগম খালেদা জিয়াকে ‘ভুয়া’ জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

১৫ আগস্ট বাঙালি জাতি শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধে স্বপক্ষের কোন শক্তি এবং যারা দেশের স্বাধীনতাকে মনেপ্রাণে বিশ্বাস করেন তারা জাতীয় শোক দিবসে কোন আনন্দ উৎসব করতে পারেন না।

এসময় নেতৃবৃন্দ সরকারকে অবিলম্বে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান।

যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন, ডাক-তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এম পি, জোটের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সহ সভাপতি এ টি এম শামসুজ্জামান, ড.ইনামুল হক, পীযুষ বন্দোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আলী জাকের, নাট্যব্যক্তিত্ব ফেরদৌসি মজুমদার, লিয়াকত আলী লাকি, কবি রবীন্দ্র গোপ, কবি হালিম আজাদ, শিল্পী মমতাজ এমপিসহ সংগঠনের ২৫১ জন সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।