শাবির শিক্ষা কার্যক্রম সচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ আগস্ট ২০১৫

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শাবির একদল শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

বৈঠকে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের ফোরাম সভাপতি অধ্যাপক ড. মো. আকতারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শিক্ষামন্ত্রীকে অবহিত করে শাবিকে সচল রাখতে আন্দোলন বন্ধে তাঁর হস্তক্ষেপ ও পরামর্শ চান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাইকে সঙ্গে নিয়ে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশা করছি। শিক্ষক নেতৃবৃন্দরা আন্দোলন থেকে সরে এসে একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ সকল প্রশাসনিক পদ অবিলম্বে সচল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ এবং অ্যাডভোকেট মো. আব্বাছ উদ্দিন উপস্থিত ছিলেন।  

ছামির মাহমুদ/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।