ভারতে পাঁচ বাংলাদেশি আটক

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৪ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে রেলওয়ে পুলিশের (জিআরপি) হাতে সোমবার এক ভারতীয় দালালসহ পাঁচ বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। বনগাঁ রেল স্টেশনে তাদের ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় বলে তাদের আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাদের পাঁচজন বাংলাদেশের নাগরিক। আটকরা হলেন- দুলাল হাওলাদার (৫৯), রিয়াজ হাওলাদার (১৮), জাহিদুল তালুকদার (১৬), সফিকুল তালুকদার (১৬) এবং সাবির খাঁ। তারা বাগেরহাট জেলার বাসিন্দা।

আটক ওই ভারতীয় দালালের নাম শম্ভু দাষ। তার বাড়ি বনগাঁর কালোপুর এলাকায়।

পুলিশ সূত্র জানায়, শম্ভু দালালের হাতে নগদ টাকা দিয়ে ওই পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সোমবার তাদের বনগাঁ আদালতে হাজির করা হয়।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।