হাসপাতাল থেকে কিশোর উন্নয়নকেন্দ্রের বন্দির পলায়ন
যশোরে হাসপাতাল থেকে পালিয়েছে বিল্লাল হোসেন মোহন ওরফে সাগর (১৬) নামে এক কিশোর উন্নয়নকেন্দ্রের বন্দি। এই ঘটনায় কিশোর উন্নয়নকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছেন। বিল্লাল দিনাজপুর জেলার পার্বতীপুর থানাস্থ ধুনিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, ৮/১০ দিন আগে বিল্লাল অসুস্থ শরীরে কিশোর উন্নয়ন কেন্দ্রে আসে। মঙ্গলবার তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সে সময় তার বাবা-মা, খালাসহ ৪ আত্মীয় ছিল। মঙ্গলবার তার এক্স-রে করে পাকস্থলীতে ক্ষত পাওয়া যায়। বুধবার আরো একটি পরীক্ষা করার কথা ছিল।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নিয়ে যাওয়া উন্নয়নকেন্দ্রের কর্মী আবুল হোসেন পানি নিতে হাসপাতালের ওয়ার্ড থেকে বের হয়। এ সময় বিল্লাল কৌশলে তার বাবা মাসহ অন্যান্যদের বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজার পর তাকে না পেয়ে তিনি থানায় অভিযোগ দেন।’
তিনি আরো বলেন, বিল্লাল নিজে দিনাজপুরে একটি বিয়ে করেছিল। মেয়ে পক্ষের লোকজন মেনে না নেয়ায় সে মাস তিনেক আগে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। সেই থেকে সে অসুস্থ। পরে মেয়ে পক্ষের অভিযাগের ভিত্তিতে পুলিশের হাতে সে আটক হয় বলে তার বাবার কাছ থেকে জানতে পেরেছেন। বিল্লালের বাবা রুস্তম আলী তাকে হাজির করবে বলে মুচলেকা দিয়ে বাড়িতে চলে গেছেন। তিনি বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন, বিল্লাল সেখানে যায়নি।
মিলন রহমান/এসএস/এমআরআই