ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১০


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, সাজিয়া (৩৫), আফিয়া খাতুন (৬৫), অলিউল্লাহ (২৮) ও হাফেজ আহমেদ (৩৫)। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত যাত্রীরা জাগো নিউজকে জানান, বিকেলে কসবা উপজেলার কুটি বাসস্ট্যান্ড থেকে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে মহাসড়কের বিয়াল্লিশর নামক স্থানে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ সময় বাসের ভেতর থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. বায়েজিদ দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।