নারীর বুকে কিডনি!


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৬ আগস্ট ২০১৫

অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে, তাও আবার ভারতে। এক নারীর নিখোঁজ কিডনির সন্ধান পাওয়া গেছে তার বুকের ভেতরে।   

দেশটির উত্তরপ্রদেশের মোরারাবাদ জেলার চিকিৎসক বিনয় কুমার সাক্ষী থাকলেন চিকিৎসা জগতের ইতিহাসে এক বিরল ঘটনার। তিনিই জানিয়েছেন তার এই বিরল ঘটনায় সাক্ষী থাকার কথা।

পেশায় রেডিওলজিস্ট বিনয় কুমার জানিয়েছেন, পেটে ব্যথা নিয়ে চল্লিশ বছরের মীরা (ছদ্মনাম) হাসপাতালে তার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। তাকে আল্ট্রা সোনোগ্রাফি করতে বলা।

প্রথমে বিষয়টিকে তেমন গুরুতর বিষয় বলে ভাবেননি চিকিৎসকরা। তবে আল্ট্রা সোনোগ্রাফির পরই চোখ কপালে ওঠে সকলের।

চিকিৎসকরা দেখেন মীরার ডান দিকের কিডনি নেই। এরপরই তাকে নিয়ে গিয়ে আরো কয়েকটি পরীক্ষা হয়। সেখানেই ধরা পড়ে অবিশ্বাস্য ব্যাপার।

এক্স রে-তে দেখা যায়, মীরার বাম কিডনিটি সঠিক স্থানে থাকলেও ডানদিকের কিডনিটি বুকে উঠে গেছে।

তবে মীরার সেরকম কোন বড় অসুখ নেই। পেটের ব্যথার যে সমস্যার কথা তিনি বলেছেন তা অন্য কোন কারণে হয়ে থাকতে পারে। চিকিৎসার পরিভাষায় এমন ঘটনাকে বলে ‘ট্রান্স ডায়ফ্রাগম্যাটিক থোরাকিক একটোপিক কিডনি’।

এঅবস্থায় যেহেতু মীরার তেমন কোন সমস্যা হচ্ছে না, ফলে কোনও অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, এভাবেই সুস্থ জীবনযাপন করতে পারবেন তিনি।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।