ভারতে বাংলাদেশি তরুণীর পাসপোর্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৩ জুলাই ২০১৮

ভারতে বাংলাদেশি এক তরুণীর পাসপোর্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে এক যুবক। পরে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। শান্তিনিকেতনের রতনপল্লী এলাকার ঘটনাটি ঘটে। হাবিবুর মির্জা নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের বাসিন্দা এক তরুণী বিশ্বভারতীতে পড়াশোনা করেন। রোববার রাত সাড়ে আটটার দিকে তিনি রতনপল্লীর একটি দোকানে অবস্থানকালে আচমকা তার হাত থেকে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়।

খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত হাবিবুরের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। বেশ কিছুদিন ধরেই তাকে শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় দেখা যাচ্ছিল। তিনি জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।