পাকিস্তানে আত্মঘাতী হামলায় ইমরান খানের দলের প্রার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২২ জুলাই ২০১৮

নির্বাচনের মাত্র দু'দিন আগে আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের রাজনৈতিক দলের এক প্রার্থী নিহত হয়েছেন। দেশটির পুলিশ কর্মকর্তারা বলেছেন, হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে চারজন।

আগামী বুধবার (২৫ জুলাই) পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশা করছেন ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিঅাই) প্রধান ইমরান খান।

স্থানীয় দুই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, নির্বাচনের আগে রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় দলটির রাজনৈতিক সমাবেশে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়েছে। চলতি মাসে দেশটিতে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৪৯ জনের প্রাণহানি ঘটে।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থী ইকরামুল্লাহ গান্দাপুরের গাড়ি লক্ষ্য করে রোববারের ওই হামলা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খান আসন থেকে পিটিআইয়ের হয়ে নির্বাচনে লড়াই করছিলেন এই প্রার্থী।

পুলিশ কর্মকর্তা জহুর আফ্রিদি বলেছেন, হামলায় ইকরামুল্লাহ গান্দাপুর নিহত হয়েছেন। আমরা তার ময়নাতদন্ত করছি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।