দ. আফ্রিকায় গুলিতে ১১ ট্যাক্সি চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২২ জুলাই ২০১৮

দক্ষিণ আফ্রিকায় শেষকৃত্য থেকে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ১১ ট্যাক্সি চালকের প্রাণ গেছে। রোববার দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, কেওয়া-জুলু নাতাল শহরে এক সহকর্মী ট্যাক্সি চালকের শেষকৃত্য থেকে জোহানেসবার্গে ফেরার সময় বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে।

নিহতরা চালকদের সংগঠন গুটেং ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য ছিলেন। একটি মিনিবাসে করে ফেরার সময় হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে।

কেওয়া-জুলু নাতাল পুলিশের মুখপাত্র জ্য নাইকার বলেন, শনিবার রাত ৮টার দিকে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। ট্যাক্সি চালকদের বহনকারী গাড়িতে অতর্কিত হামলা হয়েছে। এতে ১১ জন নিহত ও আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘আমাদের ধারণা নিহতদের সবাই গুটেং ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য। ওই এলাকায় এ ধরনের প্রচুর ট্যাক্সি সহিংসতার ঘটনা ঘটে। আমরা অপরাধীদের শনাক্ত করতে এখনো তদন্ত করছি।’

দক্ষিণ আফ্রিকায় পরিবহন সেবায় মিনিবাস অত্যন্ত জনপ্রিয়। লাভজনক রুটে গাড়ি চালানোর জন্য প্রতিদ্বন্দী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার ঘটনা নিয়মিতই ঘটে।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।