ইরানে জোড়া ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২২ জুলাই ২০১৮

মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে। রোববার রিখটার স্কেলে ৪ দশমিক ৭ ও ৫ দশমিক ৭ মাত্রার ওই কম্পন প্রদেশজুড়ে অনুভূত হয়েছে।

তবে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববারের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রদেশের সরকারি এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘হরমোজগান এবং ফার্স প্রদেশের সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এখন পর্যন্ত বাড়ি-ঘর ধ্বংস বা হতাহতের খবর পাইনি।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।