মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নারী পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২২ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের মধ্য আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষে ভারতীয় এক শিক্ষানবিশ নারী পাইলটের মৃত্যু হয়েছে। নারী পাইলট ছাড়াও ওই দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেডে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওইদিন উড্ডয়নের স্থান থেকে ১৪ কিলোমিটার দূরে মধ্য যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মধ্য আকাশে ডিন ইন্টারন্যাশনাল ফ্লাইট স্কুলের মালিকানাধীন প্রশিক্ষণ বিমান পিপার পিএ-৩৪ ও সেসনা ১৭২ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিশা সেজওয়াল (১৯) নামে এক ভারতীয় শিক্ষানবিশ নারী পাইলটের মৃত্যু হয়। নিশা সেজওয়াল ২০১৭ সালের সেপ্টেম্বরে ডিন ইন্টারন্যাশনাল ফ্লাইট স্কুলে ভর্তি হন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনা যখন ঘটে সেই সময় ড্যানিয়েল মিরালেস নামে এক প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের পাশে একটি খালে মাছ ধরছিলেন।

তিনি জানান, মাথা তুলে দেখেন, দুটি বিমান মাঝ-আকাশে সংঘর্ষ হয়। দ্রুত, ধ্বংসাবশেষ পড়ার ছবি ক্যামেরাবন্দী করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।