টিভি মঞ্চে রবীন্দ্র নায়িকারা


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৬ আগস্ট ২০১৫

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গল্প-উপন্যাসে নারী চরিত্রগুলো বাঙালির চিরচেনা। কেউ প্রেমিকা, কেউ স্ত্রী, কেউ প্রতারণায় পারদর্শি। কেউ আবার জনদনরদি সমাজসেবিকা হিসেবে ধরা দিয়েছেন। কেউ সমাজ সংস্কারক হিসেবেও রবীন্দ্রনাথের সাহিত্যে হাজির হয়েছেন।

ব্যক্তিজীবনের পাশাপাশি পরিবার-সমাজ-ধর্ম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীদের বাস্তবচিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন। কবিগুরুর গল্প এবং উপন্যাসকে কালে কালে এ উপমহাদেশের নির্মাতারা মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে নানাভাবে তুলে ধরেছেন। আমাদের দেশেও হয়েছে এসবের সফল মঞ্চায়ন-চরিত্রায়ন।

রবীন্দ্রনাথের অনেক চরিত্রগুলোর মধ্যে ‘রক্তকরবী’র নন্দিনী অন্যতম একটি। এ চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন নন্দিত অভিনেত্রী নূনা আফরোজ, অপি করিম। শেষের কবিতা নামের উপন্যাসে ‘লাবন্য’ চরিত্রে কিছুদিন আগে অভিনয় করে প্রসংসিত হয়েছেন নুনা আফরোজ।

শুধু মঞ্চ নাটক নয়, টেলিভিশনের পর্দায় রবীন্দ্রনাথের ছোটগল্প এবং উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করে অনেকেই আজ প্রতিষ্ঠিত অভিনেত্রী।

আজকাল অভিনয়ের পরিপক্কতার অভাবে অভিনেত্রীরা রবীন্দ্র সাহিত্য এড়িয়ে চললেও আশি-নব্বই দশকে প্রত্যেক অভিনেত্রী রবীন্দ্রসৃষ্ট নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন। বিপাশা হায়াত, তারিন, অপি করিম, রিচি সোলায়মান রবীন্দ্রনাথের নায়িকা হয়ে টিভি পর্দায় এসেছেন বহুবার। তাদের অভিনীত চরিত্রগুলো দর্শক হৃদয়ে ঠাঁই পেয়েছিল।

রবীন্দ্রসাহিত্য নিয়ে বড় পর্দায় নির্মিত হয়েছিল ছবি ‘শুভা’। চাষী নজরুল ইসলাম পরিচালিত এ ছবির শুভা চরিত্রে অভিনয় করেছিলেন পূর্ণিমা। ওই সময় ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। নতুন প্রজন্মের অভিনেত্রী লাক্স সুন্দরী বিন্দু ক্যারিয়ারে বেশ কয়েকবার রবীন্দ্র গল্পের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। ছোটগল্প ‘দেনা-পাওনা’ অবলম্বনে ‘নিরুপমা’ টেলিছবিতে অভিনয় করে বিন্দু বেশ প্রশংসিত হয়েছিলেন। জ্যোতিকা জ্যোতি ‘দান প্রতিদান’, হৈমন্তী চরিত্রে ফারজানা চুমকি, এছাড়াও রবীন্দ্র নায়িকা চরিত্রে অভিনয় করে এরই মধ্যে যারা দর্শকনন্দিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান (বিভা), মৌসুমী নাগ (গিরিবালা ও বিন্দু), তানভীর সুইটি (বড় বউ), শশী (মনোরমা), স্বাগতা (অপরাজিতা), মিম (মহামায়া), তিশা (চারুলতা), তারিন (বিনোদিনী), চাঁদনী (আশালতা) প্রমুখ।

বেশ কিছু নাটকের মধ্যে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সদর অন্দর’ টেলিফিল্মে অভিনয় করেছেন অপি করিম। সুমন আনোয়ারের পরিচালনায় ‘মাল্যদান’ নাটকে অভিনয় করেছেন তিশা। অঞ্জন আইচের পরিচালনায় ‘ক্ষুধিত পাষাণ’ নাটকে অভিনয় করেছেন ‘সাদিয়া ইসলাম মৌ’। তুহিন অবন্তের পরিচালনায় নষ্টনীড় গল্প অবলম্বনে ‘চারু এবং অন্যান্য’ নাটকে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। কাওনাইন সৌরভের পরিচালনায় ‘রবীন্দ্রনাথের খোঁজে’ নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় ‘সোহিনী’ টেলিফিল্মে অভিনয় করেছেন রিচি।
সূত্র : অনলাইন

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।