চট্টগ্রামে চার মিয়ানমার নাগরিক আটক


প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ আগস্ট ২০১৫

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চট্টগ্রামে মিয়ানমারের চার নাগরিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, কক্সবাজার হয়ে বাসে করে চট্টগ্রামে আসেন চার রোহিঙ্গা যুবক। সকাল সাড়ে ৭টার দিকে বাস থেকে নতুন ব্রিজ এলাকায় নামার পর পুলিশ তাদের সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে স্বীকার করেন।

যুবকদের বরাত দিয়ে ওসি জানান, চট্টগ্রামের হাটাজারী মাদ্রাসায় পড়াশোনার জন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছে। এরআগেও তারা বাংলাদেশে অনেকবার অবৈধভাবে প্রবেশে করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন-হিফাজুর রহমান (২৪), সাহেদ হোসেন (২৫) মোহাম্মদ রফিক (২৩) ও আনোয়ার হোসেন (২২)। তাদের বাড়ি মিয়ানমারের মংডু প্রদেশে বলে জানা গেছে।

এসকেডি/এমআরআ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।