মিয়ানমারে ট্রাক গিরিখাদে পড়ে ৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২০ জুলাই ২০১৮

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি ট্রাক গিরিখাদে পড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) আট সদস্য নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

উত্তরাঞ্চলীয় শান রাজ্যের নামখাম এলাকায় গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তা’আং এর সংঘর্ষ হয়। শুক্রবার মিয়ানমারের গণমাধ্যমে জানানো হয়েছে, ট্রাকের ১১ আরোহীর মধ্যে তিন নারীসহ আটজনের মৃতদেহ পাওয়া গেছে।

এ সময় ট্রাক থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় ট্রাকের ভেতর এর মালিক এবং আরও তিনজন ছিল।বিচ্ছিন্নতাবাদীরা নামখাম থেকে সামরিক রসদ নিয়ে যাচ্ছিল।

ট্রাকের মালিক ও অপর একজনকে আহত অবস্থায় নিকটতম একটি হাসপাতালে নেয়া হয়েছে। মিয়ানমার সরকারের সঙ্গে অস্ত্র বিরতির ঐকমত্যে আসা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর জোটে (এনসিএ) না আসা সংগঠনগুলোর একটি হলো টিএনএলএ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।