ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ জুলাই ২০১৮

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির পার্লামেন্টে একটি বিতর্কিত আইন পাস হয়েছে। এতে সম্পূর্ণ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং প্রয়োজনে আরও বসতি স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন বিতর্কিত বিষয় রাখা হয়েছে।

আশংকা করা হচ্ছে, বৃহস্পতিবার পাস হওয়া এই আইন আরব নাগরিকদের জন্য বড় ধরনের বৈষম্য সৃষ্টি করবে। সেইসঙ্গে এটি সহিংসতাকে উসকে দিতে পারে বলে।

এই আইনে হিব্রুকে ইসরায়েলের জাতীয় ভাষার স্বীকৃতি এবং আরবি ভাষাকে কেবল বিশেষ মর্যদায় রাখা হয়েছে। আর ইসরায়েলকে ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি ও তাদের স্বাধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে, যা অনেক বিতর্কিত। এটি ইসরাইলের মৌলিক আইনের অন্তর্ভুক্ত হবে এবং কার্যত একটি বিধান হিসেবে কাজ করবে।

এ আইন পাসের জন্য ৬২টি ভোটের মধ্যে ভোট পড়ে ৫৫টি। আইনে বলা হয়েছে, ইহুদি রাষ্ট্র হিসেবে এক ঐতিহাসিক যাত্রা শুরু করল ইসরায়েল, ফলে ইহুদিরা নিজেদের পরিচয় নির্ধারণের সুযোগ পেল।

সূত্র : এএফপি

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।