মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৯ জুলাই ২০১৮

ভর দুপুরে খালে মাছ ধরছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ড্যানিয়েল মিরালেস। আচমকা বিকট আওয়াজ শুনতে পান তিনি। এসময় মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে আগুনের গোলা দেখতে পান তিনি।

মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানে আগুন ধরে যায়। আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে বিমানের জ্বলন্ত অংশ। কয়েক মিনিটের মধ্যেই বিমান দু’টির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

মিয়ামি এগজিকিউটিভ এয়ারপোর্টের কাছে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। একটি জলাভূমিতে ভেঙে পড়ে ছোট বিমান দু’টি। এক তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণী ভারতীয়। ১৯ বছরের ওই তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র্যালফ নাইট।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দু’টিতে চালকের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিশা ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন।

দু’টি বিমানে মোট চারজন ছিলেন। চতুর্থ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনো তার খোঁজ মেলেনি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।