ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৯ জুলাই ২০১৮

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজনই নারী।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তিমিনার এবং পুসনার গ্রামের কাছে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে মাওবাদীরা পাল্টা আক্রমণ চালায়। দু’পক্ষের গোলাগুলিতে সাত মাওবাদী নিহত হয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুন্দর রাজ পিটিআইকে জানান, যৌথবাহিনী ওই এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দানতেওয়াদা জেলা থেকে সীমান্তের কাছে অবস্থিত দু’টি জেলায় অভিযান চালিয়েছে। রাজ্যের রাজধানী রাইপুর থেকে ৪৫০ কিলোমিটার দূরবর্তী তিমিনার এবং পুসনার জেলায় অভিযান চালানো হলে মাওবাদীরা গুলি ছোড়ে। ফলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

সুন্দর রাজ জানান, গোলাগুলি শেষ হলে সাত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজন নারীও ছিল। ঘটনাস্থল থেকে দু’টি ইনসাস রাইফেল, দু’টি .৩০৩ রাইফেল, একটি ১২ বোর বন্দুক আরও কিছু লোড করা বন্দুক উদ্ধার করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।