হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তানি জামায়াতের মঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৯ জুলাই ২০১৮

পাকিস্তানে জামাত-ই-ইসলামের একটি সমাবেশের মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেছে। বুধবার মোহমান্দ জেলার কে-পি এলাকায় আয়োজিত রাজনৈতিক সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

পার্টির অতিরিক্ত নেতাকর্মীদের চাপের কারণেই মঞ্চটি ভেঙে পড়ে। জামাত ইসলামের তথ্য সচিব শরীফ জানান, অস্থায়ীভাবে নির্মিত ওই মঞ্চে ধারণ ক্ষমতার বেশি লোক ওঠার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন দুর্ঘটনার সময় পার্টির প্রধানসহ যারা মঞ্চে ছিলেন সবাই নিরাপদেই আছেন।

তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় সবাই নিরাপদে থাকায় তিনি সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দলের প্রধান সিরাজুল হক সন্ধ্যার দিকে খাইবারে জনসমাবেশে ভাষণ দেবেন। জামাত ইসলামের প্রাদেশিক প্রধান সিনেটর মুসতাক আহমেদ খানও দুর্ঘটনার সময় ওই মঞ্চে ছিলেন।

মাত্র দু’দিন আগেই কে-পির সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক একই ধরনের দুর্ঘটনায় আহত হন। সোমবার নওসেরায় এক নির্বাচনী সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই নেতা অন্যান্যদের সঙ্গে স্টেজ থেকে পড়ে যান।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।