ভয়ঙ্কর উপায়ে তরমুজ কেটে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৯ জুলাই ২০১৮

মানুষ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য কত কিছুই না করে থাকে। একেকটি বিশ্ব রেকর্ডের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার একটি নতুন রেকর্ড করেছেন অশরিটা ফারম্যান নামের এক ব্যক্তি। তিনি এক মিনিটে কেটেছেন ২৬টি তরমুজ। তা-ও আবার তরমুজগুলো নিজের পেটের ওপর রেখে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফারম্যান তার নতুন রেকর্ড গড়ার জন্য কয়েকজনের সহযোগিতা নেন। তিনি এক মিনিটে একে একে ২৬টি তরমুজ ধারালো তলোয়ার দিয়ে কেটে ফেলেন। তবে তিনি তরমুজ কাটতে কোনো কাটিং বোর্ডের সহায়তা নেননি। সব তরমুজ কেটেছেন সরাসরি পেটের উপর উপর রেখে।

ভিডিওতে দেখা যায়, ফারম্যান ধারালো একটি অস্ত্র নিয়ে চিৎ হয়ে শুয়ে আছেন। আর কয়েকজন সহযোগী তার পেটে তরমুজ এনে রাখছেন আর তিনি সমানে দুই ফালি করে যাচ্ছেন। এভাবে এক মিনিটেই ২৬টি তরমুজ দুই ফালি করেন তিনি। অত্যন্ত ঝুঁকি নিয়ে তিনি এ রেকর্ড গড়লেও তার কোনো ক্ষতি হয়নি। তার পেট সম্পূর্ণ অক্ষত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ফারম্যানের কাটা তরমুজগুলো পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে জুস তৈরিতে ব্যবহার করা হয়।

এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।