ভারতে রুশ তরুণীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ জুলাই ২০১৮

ভারতের তামিলনাড়ু প্রদেশের মন্দির শহরে গণধর্ষণের শিকার হয়েছেন ২১ বছর বয়সী রাশিয়ান এক তরুণী। প্রদেশের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মন্দির শহর তিরুবন্নামালাইয়ের একটি অ্যাপার্টমেন্টে ওই তরুণীকে নেশা জাতীয় পানীয় পানের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে।

দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। আটককৃতদের একজন সোমবার ওই তরুণীকে অবচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসকরা ওই তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশে খবর দেন। তিরুবন্নামালাই পুলিশের উপ-পরিদর্শক জে ইল্লাভারসি রুশ তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন।

তিরুবন্নামালাই পুলিশ বলছে, মেয়েটির মুখে ও হাতে কামড়ের চিহ্ন রয়েছে। শরীরের উপরের অংশেও আঁচড়ের দাগ পাওয়া গেছে। যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। এছাড়া অ্যাপার্টমেন্ট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

তবে আটককৃতদের একজন পুলিশকে জানিয়েছেন, মন্দির ও আশ্রমে তরুণীকে সঙ্গ দিতেন তিনি। শনিবার রাতে নিজের অ্যাপার্টমেন্টে তাকে ডেকে নেয় ওই তরুণী। রাতে উভয়ের সম্মতিক্রমেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে রুশ ওই তরুণীর জন্য ফল ও শাক-সবজি কিনতে বাইরে যান তিনি। পরে সোমবার সন্ধ্যার দিকে অ্যাপার্টমেন্টে ফিরে তাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।