দ. কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৭ জুলাই ২০১৮

দক্ষিণ কোরিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত পাঁচজন নিহত ও আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার সেনাবাহিনীর ওই হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়নের পর দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরে বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর বার্ষিক সামরিক মহড়াস্থলের প্রধান সামুদ্রিক ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। রানওয়ে থেকে মাত্র ১০ মিটার (৩৩ ফুট) ওপরে ওঠার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারের ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলে মারা গেছেন। এছাড়া আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বিমান বিধ্বস্তের কারণ জানতে সেনাবাহিনী একটি কমিটি গঠন করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।