শিশু বিক্রি : মাদার তেরেসার সব হোমে তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, ১৭ জুলাই ২০১৮

শিশু বিক্রির অভিযোগে মাদার তেরেসার সব হোমে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন রাজ্যে মাদার তেরেসার যেসব হোম আছে সেগুলোর কার্যাবলী খতিয়ে দেখতে রাজ্যগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি অবৈধভাবে শিশু দত্তক দেয়ার বেশ কিছু অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের মিশনারিজ চ্যারিটি আশ্রয়কেন্দ্র থেকে। উত্তর প্রদেশের এক দম্পতিও অভিযোগ এনেছেন, টাকা নিয়েও তাদের হাতে শিশুকে তুলে দেওয়া হয়নি।

দত্তক আইনের সংস্কার আনার পর থেকেই ভিন্ন উপায়ে শিশু বিক্রি হচ্ছে বলে অভিযোগ আনা হয়। এরপরই সক্রিয় হয় পুলিশ। তারপরেই মিশনারীর এক সিস্টার ও এক নারী কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে জানা গেছে, প্রায় ২৮০ শিশুর কোনও হদিশই নেই। রেজিস্টারেও অনেক গাফিলতি আছে। মাদার তেরেসার সব কয়েকটি হোম নিবন্ধিত কিনা এবং দেশের সর্বোচ্চ দত্তক প্রতিষ্ঠান সিএআরএর সঙ্গে যুক্ত আছে কিনা সে বিষয়ে এক মাসের মধ্যে নিশ্চিত করতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী।

গত বছরের ডিসেম্বর থেকে ২ হাজার ৩শ'টি চাইল্ড কেয়ার সেন্টার সিএআরএর সঙ্গে যুক্ত। তবে এখনও আরও ৪ হাজার চাইল্ড কেয়ার সেন্টার এখনও সিএআরএর আওতায় আসেনি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।