বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৬ আগস্ট ২০১৫
ফাইল ছবি

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত গরু ব্যবসায়ী হিরালাল মর্মূ ওরফে জরিয়া (৩২) উপজেলার মনোহরপুর গ্রামের সুফল মর্মূর ছেলে। এ ঘটনায় বিজিবি-১৪ পত্নীতলার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে।    

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে বুধবার রাতে উপজেলার ১০/১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতের মালদাহ জেলায় গরু আনতে যান। বৃহস্পতিবার ভোরে নীতপুর সীমান্তের ২৩০/৫৪ পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের জজ্ঞণপুর বিএসএফ-৩১ ক্যাম্পের সদস্য ধাওয়া করে। একপর্যায়ে সীমান্তের কাছে বিএসএফের সদস্যরা হিরালাল মর্মূ ওরফে জরিয়াকে আটক করলেও অন্যরা পালিয়ে আসেন বাংলাদেশের ভেতরে।

আটকের পর বিএসএফের সদস্যরা নৌকার বৈঠা দিয়ে হিরালালকে মারপিট করলে তিনি মাথায় আঘাত পান। নির্যাতনের পর ওই সীমান্ত এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা ভারতের অভ্যন্তরে থেকে হিরালালকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। বাড়ি নিয়ে আসতে পথের মধ্যে হিরালাল মারা যান।
 
বিজিবি-১৪ পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে পোরশা থানায় জানানো হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল জাগো নিউজকে জানান, নিহত হিরালালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।