ট্রেনেই জমজ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ জুলাই ২০১৮

ভারতের একটি ট্রেনে জমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শেখ সালমা তাবাসসুম নামের ওই নারী ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি যখন ট্রেনে ওঠেন তখনও তেমন কোন সমস্যা হয়নি। তবে ট্রেনটি যখন কল্যাণ স্টেশনের কাছে তখনই বিপত্তি বাধে।

ট্রেনের মধ্যে প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে তাবাসসুমের। অবস্থা মারাত্মক হয়ে উঠেছিল সে সময়। তাবাসসুমের পরিবারের সদস্যরা তখন ভীষণ চিন্তায় পড়ে যান। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারা।

India-2

পরে কল্যাণ রেল স্টেশনে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। তাবাসসুম মুম্বাই শহরের ঘাটকোপার এলাকার বাসিন্দা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, ওই নারী এলটিটি-ভিসাখপাতনাম এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। সংস্থাটি টুইটারে ওই নারী ও সন্তানদের ছবিও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নিলাম গুপ্ত ও সুরেখা কদম নামের দুই নারী কনস্টেবল তাকে সাহায্য করেন। সন্তান প্রসবের পর ওই নারীকে রুকমানিবাই হাসপাতালে পাঠানো হয়। বর্তমান মা ও দুই নবজাতক সুস্থ আছেন।

সূত্র: জি নিউজ

এসআর/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।