অ্যাংরি বার্ডস টু এক কোটিবার ডাউনলোড


প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০১৫

মাত্র কিছুদিন হলো বাজোর এসেছে অ্যাংরি বার্ডস টু। এই অল্প কিছুদিনের মধ্যেই এটি ডাউনলোড হয়েছে এক কোটিবার। এ পরিমাণ ডাউনলোড নির্মাতা প্রতিষ্ঠানের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

বিনামূল্যেই গেমসটি খেলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তবে গেমের ভেতরে বিভিন্ন পর্যায়ে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে। বিষয়টি অনেক গেমারই ভালো চোখে দেখছেন না। এতে অ্যাংরি বার্ডস টু এর ডাউনলোড সংখ্যায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।

গত মাসের ২৯ তারিখ সেলফোন ও ট্যাবলেটের জন্য গেমের নতুন সংস্করণটি উন্মুক্ত হয়। অল্প কয়েক দিনের মধ্যেই এটি অ্যাপলের অ্যাপ স্টোরের ডাউনলোড হওয়া অ্যাপ তালিকার শীর্ষে অবস্থান করে নিয়েছে। আর গুগল প্লেতে এর অবস্থান এখন দ্বিতীয়।

অ্যাংরি বার্ডসের নতুন সংস্করণটি বিনামূল্যে সরবরাহ করার কারণে এর ডাউনলোড বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সংস্করণটি আগের তুলনায় একটু ভিন্নভাবেই সাজানো হয়েছে। এতে গ্রাহক আগের তুলনায় ভিন্ন অভিজ্ঞতাই পাবেন।

অ্যাংরি বার্ডস সিরিজের ১২তম গেম এটি। আর ২০০৯ সালে বাজারে উন্মুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত গেমটির বিভিন্ন সংস্করণ ১০০ কোটিবারেরও বেশি ডাউনলোড হয় বলে জানা যায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।