সন্তানকে পিটিয়ে হত্যা : আটক মা-বাবাকে হাজতে প্রেরণ


প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভণ্ড কবিরাজির নামে নিজের তিন বছরের শিশু কন্যা সুমাইয়াকে পিটিয়ে হত্যার দায়ে আটক মা-বাবাকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

বুধবার সিনিয়র জুুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাছলিমা শারমিনের আদালতে আটক ভণ্ড কবিরাজ বাবা-মাকে হাজির করা হলে তাদের পক্ষে কেউ জামিন না চাওয়ায় কোর্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাদেরকে আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে আবারো তাদের কোর্টে উঠানো হবে বলে জানা যায়।

উল্লেখ্য, মেহের উত্তর ইউনিয়নের তারাপুর কামারবাড়ির এমরান হোসেনের (৪০) স্ত্রী আমেনা বেগম গত ৭ দিন পূর্বে জ্বিনের আছরকে পুঁজি করে কবিরাজি শুরু করেন। এতে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাতের ফন্দি এটেছিলেন।

তাই সে গত সোমবার তার তিন বছরের শিশু কন্যা সুমাইয়াকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। দ্বিতীয় দফায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে পুনরায় পেটানো শুরু করে এবং এলাকাবাসীকে ভণ্ড কবিরাজ আমেনা বেগম জানায়, তাতে করে শিশু সুমাইয়া কখনো কাঁদবে না।

এভাবে মানুষকে ধোকা দিতে থাকে। এটি তার কবিরাজির আধ্যাতিকতা বলে জানায়। এই পিটুনিতেই শিশু সুমাইয়া পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। পরে স্থানীয় গ্রামবাসীরা ভণ্ড কবিরাজ আমেনা বেগম ও তার স্বামী এমারান হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

## নির্যাতন করে সন্তান হত্যা করলো মা

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।