শিগগিরই আইএসের বিরুদ্ধে বিস্তৃত হামলা : তুরস্ক


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে শিগগিরই বিস্তৃত হামলা চালানো হবে বলে জানিয়েছে তুরস্ক। মালয়েশিয়ায় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসগলু এ কথা বলেন।

কাভুসগলু বলেন, আমরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার মধ্যপন্থী বিরোধীদের প্রশিক্ষণ ও যুদ্ধের অস্ত্র সরবরাহ করছি। শিগগিরই আমরা আইএস জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করতে পারবো।

জুলাই মাসে তুরস্ক প্রথম আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলা শুরু করে। এদিকে সিরিয়া বুধবার বলছে, সিরিয়ার সঙ্গে আলোচনা না করে যেকোনো সামরিক হামলা চালানো হলে তা শর্তভঙ্গের শামিল হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।