সাভার সিএমএইচে চক্ষুশিবির অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০১৫

গরীব দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসায় চক্ষুশিবির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। বুধবার সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই চক্ষুশিবির কার্যক্রমের উদ্বোধন করেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
চক্ষু রোগীদের দ্বিতীয় চোখের অপারেশনের জন্য ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে সিএমএইচ সাভারে চক্ষুশিবিরটি অনুষ্ঠিত হয়। এছাড়াও রোগীদের চক্ষু চিকিৎসার জন্য প্রয়োজনীয় লেন্স,সকল প্রকার ঔষধ এবং চশমা বিনামূল্যে সরবরাহ করে ৯ পদাতিক ডিভিশন।
 
এর আগে গত ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত চক্ষু শিবিরে মোট ৩২ জন রোগীর চোখের ছানি অপারেশন করে সেনাবাহিনীর এই ডিভিশনটি।
 
এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।