৮৬ বছর বয়সে চতুর্থ বিয়ে সাবেক থাই প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১২ জুলাই ২০১৮

৮৬ বছর বয়সে চতুর্থ বিয়ে করেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চাবালিত ইয়ংচাইযুধ। ৫৩ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন তিনি। থাই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে ১০ বছর আগে তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ইয়ংচাইযুধের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ংচাইযুধের বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তিনি স্বীকার করেছেন, তার জীবনে নতুন একজন নারী এসেছেন।

থাইল্যান্ডের গণমাধ্যমে ইয়ংচাইযুধের নতুন স্ত্রীর নাম বলা হয়েছে ওরাথাই সোরাকান। বলা হচ্ছে, বিয়ের পর তারা ইতোমধ্যে নিজেদের নতুন বাসায় উঠেও গেছেন।

ইয়ংচাইযুধ বলেছেন, সোরাকানের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল এবং তিনি যখন অসুস্থ ছিলেন তখন সোরাকান তার অনেক যত্ন করেছেন।

গত ১০ বছর ইয়ংচাইযুধের সঙ্গে থেকে তার সেবাযত্ন করেছেন সোরাকান। ইয়ংচাইযুধের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও গেছেন তিনি।

সোরাকান বলেছেন, দীর্ঘদিনের সম্মান ও শ্রদ্ধাবোধ থেকে তাদের সম্পর্ক এতদূর গড়িয়েছে। ব্যক্তিগত কোনো লাভের জন্য এ বিয়ে তিনি করেননি।

সূত্র : ব্যাংকক পোস্ট।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।