পশ্চিমবঙ্গে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১১ জুলাই ২০১৮

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মছলন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- জসিম (৪৫), হোসেনে আরা (১৮), রাহিদা খাতুন (১৮), মমতাজ বেগম (২২) এবং মমতাজের দুই শিশু রহমান (৩) ও ফাতেমা (৫)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- তার দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে যাচ্ছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাওড়া জেলার মছলন্দপুর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আজ বুধবার (১১ জুলাই) তাদের বারাসাত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।