ললিত মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ আগস্ট ২০১৫

অর্থ পাচার মামলায় আইপিএলের সাবেক প্রধান ললিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত।

বুধবার মুম্বাইয়ের একটি আদালত লন্ডন প্রবাসী মোদিকে বিচারের মুখোমুখি হতে দেশে ফিরতে বাধ্য করতেই পরোয়ানা জারি করেছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।   

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ললিত মোদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে ললিত মোদিকে পর্তুগাল ভ্রমনে যেতে জরুরি কাগজপত্র তৈরি করে দিতে বিশেষ সহায়তার অভিযোগ ওঠে।

বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (অাইপিএল) আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন ললিত মোদি। ২০১০ সালে তার বিরুদ্ধে কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর বিভিন্ন জনের হত্যার হুমকি নিয়ে দেশ ছাড়েন তিনি।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।