ফেনীতে চলছে তিন চাকার যান
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে চলছে সিএনজিচালিত অটোরিকশাসহ সকল ধরনের তিন চাকার যান। বুধবার মহাড়কের লেমুয়া, লালপুল, মহিপাল এলাকায় এ সকল যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে সচেতন যাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, মহাসড়কের মহিপালে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে অবাধে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরচালিত টমটম, মোটরচালিত রিকশা, ট্যাক্সি, চীন থেকে আমদানিকৃত তিন চাকার সুপার, মালবাহী ট্রাক্টর, ভড়ভটিসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করে মহাসড়কে চলছে তিন চাকার যান। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মহাসড়কে চলে এসকল যান।
সিএনজিচালিত অটোরিকশার চালক বাদশা জানান, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ফেনী শহরে আসতে বেশির ভাগ সড়কই মহসড়কের উপর দিয়ে আসতে হয়। মহাসড়কে উঠতে না পারলে সিএনজি চালানো বন্ধ করে দিতে হবে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জানান, মহাসড়কে তিন চাকার যান জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জহিরুল হক মিলু/এসএস/আরআইপি