জামালপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৫ আগস্ট ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হত্যা মামলার পলাতক আসামি আনিসুর রহমান সুজনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আনিসুর রহমান সুজন বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আনিসুর রহমান নাটোর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দেহরক্ষীর পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে নানা অপকর্ম করে আসছে।

নঁওগা মডেল থানায় একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাস জানান, সুজনের বিরুদ্ধে নাটোর, পাবনা, বগুড়া ও নঁওগা জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দুর্ধর্ষ, চুরি এবং হত্যা মামলা রয়েছে।

শুভ্র মেহেদী/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।